বিজয়নগর টিভি ডেস্কঃ
১৬ ডিসেম্বর ৫২ তম মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শনিবার ১৬ ডিসেম্বর সকালে বিজয়নগর উপজেলা প্রশাসনিক ভবনের সামনের স্মৃতিসৌধে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে পুষ্পাঞ্জলি প্রদানের পর আলোচনা সভাও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনায় সভা বক্তারা বলেন, ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে আসে নতুন প্রভাত। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হয় মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। ৩০ লাখ শহিদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত মুক্তি ধরা দেয় বাঙালির জীবনে।
১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন হয়। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান উড়ানোর দিন আজ।
আলোচনার পর স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব পরিবার ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি কামরুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ হাবিব, সদস্য হীরা আহমেদ জাকির, শাহনেওয়াজ শাহ, মহিউদ্দিন রুবেল মুহাম্মদ গোলাম কিবরিয়া, পলাশ কুমার দাস, মুহাম্মদ মামুন মিয়া, কামরুল প্রমুখ।