বিজয়নগর টিভি রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া'র বিজয়নগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার প্রকৃত মালিক (পলাতক আসামির) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) এসআই ইউসুফ গাজী ও সংগীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের নজরপুর এলাকা থেকে নজরপুর মোড়ের আলমগীর হোসেন'র ফার্নিচার দোকানের সামনে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই ইউসুফ গাজী সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায়। মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা গাঁজা ফেলে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সাক্ষীর সম্মুখে প্যাকেটে থাকা ১৫ কেজি গাঁজা জব্দের পর বিজয়নগর থানার সাটিরপাড়া গ্রামের আলী আহমদ কে (পলাতক) আসামী করে এসআই ইউসুফ গাজী বাদী হয়ে মাদক মামলা দায়ের করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া'র পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। ১৫ কেজি গাঁজা ফেলে পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মাদক উদ্ধারে বিজয়নগর থানার এই অভিযান নিয়মিত চলবে।