
বিজয়নগর টিভি রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া’র বিজয়নগরে মাদক মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজন কে আটক করেছে পুলিশ। আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে আরো দু’জনকে পলাতক আসামি করে বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।
জানাযায় বৃহস্পতিবার ২১ মার্চ জেলার বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র এলাকায়, আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ ইউসুফ আলী মজুমদার ও এএসআই সামছুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহয়তায় মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক জন আসামীকে গ্রফতার করতে সক্ষম হয়। এমসয় মাদক ব্যবসার সাথে জড়িত ২ জন পালিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।