সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

 

মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ——-

ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার ১৭ এপ্রিল ২৪ সকাল ১১ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর ল উপস্থিতিতে বিজিবি সদস্য, পুলিশ সদস্য ও কাস্টমস সদস্যের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত টাস্কফোর্স অভিযানে দেশের বহুল পরিচিত পার্সেল পরিবহন সংস্থা এসএ পরিবহনের একটি গাড়ী থেকে ৩৫ বস্তা ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এবং ভারতীয় ফুচকা আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানের মালামালসমূহ জব্দের পর বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়।

এবিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক সৈয়দ আরমান আরিফ পিএসসি বলেন, চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরাইল ২৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

আপডেট টাইম : ০১:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

 

মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ——-

ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার ১৭ এপ্রিল ২৪ সকাল ১১ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর ল উপস্থিতিতে বিজিবি সদস্য, পুলিশ সদস্য ও কাস্টমস সদস্যের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত টাস্কফোর্স অভিযানে দেশের বহুল পরিচিত পার্সেল পরিবহন সংস্থা এসএ পরিবহনের একটি গাড়ী থেকে ৩৫ বস্তা ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এবং ভারতীয় ফুচকা আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানের মালামালসমূহ জব্দের পর বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়।

এবিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক সৈয়দ আরমান আরিফ পিএসসি বলেন, চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।