সরাইলে বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর পা বিচ্ছিন্নসহ আহত ৬

সরাইলে বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর পা বিচ্ছিন্নসহ আহত ৬

মোঃ রিমন খান সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহমুদা বেগম (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসে পূর্ব পাশে ৩০ গজ সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

আহত মাহমুদা বেগম বিজয়নগর উপজেলার

চান্দুরা মিরপুর গ্রামের লাল মিয়া স্ত্রী। অন্যরা হলেন, জজ মিয়া, আরজুদা বানু, রহিজ মিয়া, আসেদা বেগম

সামিউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে

দূরপাল্লার সাগরিকা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা বিশ্বরোডের দিকে  যাচ্ছে। ওই সময় দূরপাল্লার বাসটিকে অতিক্রম করতে ডান পাশের লেনে চলে আসে। এতে ডান দিকে থাকা বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিক্সা সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির চালকসহ ৬ জন আহত হয় এর মধ্যে একজন মহিলা যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অটোরিক্সাটি সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, আহত অবস্থায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে

এক মহিলার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সরাইল হাসপাতালের পক্ষে থেকে এম্বুলেন্স ও লোকজন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরাইল ফায়ার সার্ভিসের কার্যালয়ের কর্মকর্তা (ইনচার্জ) রীয়াজ মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে আসি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক আছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিজয়নগর উপজেলায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির আলোচনা সভা

সরাইলে বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর পা বিচ্ছিন্নসহ আহত ৬

আপডেট টাইম : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

সরাইলে বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর পা বিচ্ছিন্নসহ আহত ৬

মোঃ রিমন খান সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহমুদা বেগম (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসে পূর্ব পাশে ৩০ গজ সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

আহত মাহমুদা বেগম বিজয়নগর উপজেলার

চান্দুরা মিরপুর গ্রামের লাল মিয়া স্ত্রী। অন্যরা হলেন, জজ মিয়া, আরজুদা বানু, রহিজ মিয়া, আসেদা বেগম

সামিউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে

দূরপাল্লার সাগরিকা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা বিশ্বরোডের দিকে  যাচ্ছে। ওই সময় দূরপাল্লার বাসটিকে অতিক্রম করতে ডান পাশের লেনে চলে আসে। এতে ডান দিকে থাকা বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিক্সা সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির চালকসহ ৬ জন আহত হয় এর মধ্যে একজন মহিলা যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অটোরিক্সাটি সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, আহত অবস্থায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে

এক মহিলার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সরাইল হাসপাতালের পক্ষে থেকে এম্বুলেন্স ও লোকজন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরাইল ফায়ার সার্ভিসের কার্যালয়ের কর্মকর্তা (ইনচার্জ) রীয়াজ মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে আসি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক আছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।