আসসালামু আলাইকুম।
এতদ্বারা ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির বিজয়নগর সাবজোনাল অফিসের সম্মানিত বিদ্যুৎ গ্রাহকসদস্য গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ষার মৌসুম চলে আসায় বর্ষার পানি দ্রুতই বেড়ে চলছে। যারফলে বৈদ্যুতিক মিটার, খুঁটি এবং তার পানির নিকটবর্তী হয়ে যাচ্ছে। যা সর্বসাধারনের জন্য অত্যান্ত বিপদজনক।যদি ঝুঁকি পূর্ণ কোন নীচে এলাকা থাকে তাহলে উক্ত লাইনের নিকটবর্তী নৌজান না চালানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।
বিদ্যুৎ লাইনের আশে পাশের যেকোন স্থাপনা, বিল্ডিং, ঘরবাড়ি নির্মান এবং গাছপালা রূপন ও কর্তন থেকে বিরত থাকুন।
সর্বসাধারনের জানমাল এবং বৈদ্যুতিক মালামাল নিরাপত্তার স্বার্থে লাইনের আশে পাশে নির্মিত যেকোন স্থাপনা, বিল্ডিং, ঘরবাড়ি এবং গাছপালা অপসারনের জন্য পল্লীবিদ্যুতের পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ করা হল।
পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে গাছপালা কর্তন, স্থাপনা নির্মান অথবা বিদ্যুৎ সংক্রান্ত যে কোন কাজ করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হলে বিদ্যুৎ কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
প্রাকৃতিক দূর্যোগ অথবা যে কোন কারনে বিদ্যুৎ লাইনের তার ছিড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে জানান। বিদ্যুৎ কর্মী স্পর্টে আসার আগ পর্যন্ত নিজেদের জানমাল নিরাপত্তা এবং বৈদ্যুতিক মালামাল পাহারার ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হল ।
বিশেষ প্রয়োজনে লাইনের আশেপাশের গাছপালা কাটতে হলে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করে লাইন বন্ধ নিশ্চিত করে গাছপালা কাটার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ভিজা হাতে সুইচ না ধরার জন্য অনুরোধ করা হলো ।
ঘরবাড়ির ওয়ারিং পুরাতন হলে নিজ দায়ীত্বে রিওয়ারিং করে নিরাপদ বিদ্যুত ব্যবহার নিশ্চিত করুন ।
অনুরোধক্রমে
তোফায়েল আহমেদ
এজিএম
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ,
বিজয়নগর সাবজোনাল অফিস