সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুলপরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক

মুহাম্মদ মহসিন আলী ———

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাডড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল কর্তৃক বিপুলপরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার সানগ্লাস এবং চশমা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৯,২০,৬৮,১০০/- (নয় কোটি বিশ লক্ষ আটষট্টি হাজার একশত) টাকা। দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সময় রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক সার্বক্ষণিক সচল রাখার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যগণ কতৃর্ক দিবারাত্র টহল কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক সাড়ে ৫ টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় জেলা প্রশাসন, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদ দাতাদের তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সদস্যরা সিলেট হতে ঢাকাগামী বালু বোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করেন। অভিনব উপায়ে বালু বোঝাইকৃত ট্রাকের অন্তরালে আচ্ছাদিত অবস্থায় ট্রাকসহ ৯,২০,৬৮,১০০/- (নয় কোটি বিশ লক্ষ আটষট্টি হাজার একশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার সানগ্লাস ১,০৬,৪৪০ পিস এবং চশমা ৬,২০০ পিসসহ সর্বমোট ১,১২,৬৪০ পিস পণ্য আটক করতে সক্ষম হয়। বিক্ষুব্ধ জনতা কতৃর্ক ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অগ্নি সংযোগের কারণে আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে।

এছাড়াও, গত ৩০ জুলাই ২০২৪ তারিখে ০৩ জন আসামীসহ ভারতীয় চিনি- ১৪,০০০ কেজি এবং ০১টি কাভার্ড ভ্যান, যার মূল্য ৭২,৪০,০০০/-(বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং গত ০১ আগস্ট ২০২৪ তারিখে ২,২৬,১৮,০৮০/-(দুই কোটি ছাব্বিশ লক্ষ আঠারো হাজার আশি) টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট ও চিনি সরাইল ব্যাটালিয়ন কর্তৃক আটক করতে সক্ষম হয়। ইতোপূর্বেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, কসমেটিকস এবং খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক ফারাহ্ মুহাম্মদ ইমতিয়াজ বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ জানান, বিজিবি চোরাচালান দমনে উল্লেখ্যযোগ্য অবদান রেখে চলেছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরাইল ২৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুলপরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক

আপডেট টাইম : ০৯:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

মুহাম্মদ মহসিন আলী ———

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাডড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল কর্তৃক বিপুলপরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার সানগ্লাস এবং চশমা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৯,২০,৬৮,১০০/- (নয় কোটি বিশ লক্ষ আটষট্টি হাজার একশত) টাকা। দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সময় রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক সার্বক্ষণিক সচল রাখার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যগণ কতৃর্ক দিবারাত্র টহল কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক সাড়ে ৫ টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় জেলা প্রশাসন, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদ দাতাদের তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সদস্যরা সিলেট হতে ঢাকাগামী বালু বোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করেন। অভিনব উপায়ে বালু বোঝাইকৃত ট্রাকের অন্তরালে আচ্ছাদিত অবস্থায় ট্রাকসহ ৯,২০,৬৮,১০০/- (নয় কোটি বিশ লক্ষ আটষট্টি হাজার একশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার সানগ্লাস ১,০৬,৪৪০ পিস এবং চশমা ৬,২০০ পিসসহ সর্বমোট ১,১২,৬৪০ পিস পণ্য আটক করতে সক্ষম হয়। বিক্ষুব্ধ জনতা কতৃর্ক ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অগ্নি সংযোগের কারণে আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে।

এছাড়াও, গত ৩০ জুলাই ২০২৪ তারিখে ০৩ জন আসামীসহ ভারতীয় চিনি- ১৪,০০০ কেজি এবং ০১টি কাভার্ড ভ্যান, যার মূল্য ৭২,৪০,০০০/-(বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং গত ০১ আগস্ট ২০২৪ তারিখে ২,২৬,১৮,০৮০/-(দুই কোটি ছাব্বিশ লক্ষ আঠারো হাজার আশি) টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট ও চিনি সরাইল ব্যাটালিয়ন কর্তৃক আটক করতে সক্ষম হয়। ইতোপূর্বেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, কসমেটিকস এবং খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক ফারাহ্ মুহাম্মদ ইমতিয়াজ বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ জানান, বিজিবি চোরাচালান দমনে উল্লেখ্যযোগ্য অবদান রেখে চলেছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।