ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি —-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোয়া-২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন
(২৫ বিজিবি) এর অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই ভারতীয় কাপড় উদ্ধার করে।
গতকাল শুক্রবার গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট থেকে ঢাকাগামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের লেহেঙ্গা-৭৩১পিস,শাড়ী -৩৭০ পিস, মখমলের থান কাপড়- ২১১৪ মিটার এবং উন্নত মানের থ্রি-পিস-২৬৩ টি। এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি আটাশ লক্ষ নব্বই হাজার সাতশত টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত কাপড় বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।