মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) র বিশেষ টহল দল ভারতীয় বিভিন্ন প্রকারের শাড়ী, প্যান্ট ও বেটনোভেট ক্রিম আটক করেছে। যার আনুমানিক বাজার মূল্য ২,৩৯,৬৩,০০০/- (দুই কোটি ঊনচল্লিশ লক্ষ তেষট্টি হাজার) টাকা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গত ৮ আগস্ট ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন চান্দুরা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাকে অভিযান পরিচালনা করে অভিনব উপায়ে বালু বোঝাইকৃত ট্রাকের অন্তরালে আচ্ছাদিত অবস্থায় ভারতীয় শাড়ী ২,৫০০ পিস, প্যান্ট ৬০ পিস এবং বেটনোভেট (এন) ক্রিম- ১৪,৮৮০ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ জানান, ইতোপূর্বে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, প্যান্ট, বিলেজারের থান কাপড়, কসমেটিকস এবং খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান দমনে উল্লেখ্যযোগ্য অবদান রেখে চলেছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।