সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক

মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটিবিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট রাত সাড়ে ১১ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো মোড় থেকে ২ কিঃ মিঃ দক্ষিণে আমতলী বাজার নামক এলাকায় অভিযান পরিচালিত করে। গোপন সংবাদ দাতার তথ্যের ভিত্তিতে সিলেট হতে ঢাকাগামী কাভার্ড ভ্যানে অভিযান পরিচালনা করে ৬,৩১,৭৩,৬০০/- (ছয় কোটি একত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত) টাকা মূল্যের ০১টি কাভার্ড ভ্যানসহ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে- ১৪,২০৮ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

এছাড়াও, গত ০৮ আগস্ট ২০২৪ তারিখে ২,৩৯,৬৩,০০০/- (দুই কোটি ঊনচল্লিশ লক্ষ তেষট্টি হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিকস্ সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম, গত ২০ আগস্ট ২০২৪ তারিখে ২,০৪,৯২,০০০/- (দুই কোটি চার লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস সামগ্রী এবং গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ২,২৫,০৭,৮৫০/- (দুই কোটি পঁচিশ লক্ষ সাত হাজার আটশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী ও ক্রিম সরাইল ব্যাটালিয়ন কতৃর্ক আটক করতে সক্ষম হয়।

ইতোপূর্বেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চুপা চুপস সফট ক্যান্ডি, ক্লপ-জি ক্রিম, Patron Nano White Cigarette, শাড়ী, থ্রি-পিস, কসমেটিকস সামগ্রী, ভারতীয় চিনি এবং খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান দমনে উল্লেখ্যযোগ্য অবদান রেখে চলেছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিজয়নগর উপজেলায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির আলোচনা সভা

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক

আপডেট টাইম : ১১:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটিবিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট রাত সাড়ে ১১ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো মোড় থেকে ২ কিঃ মিঃ দক্ষিণে আমতলী বাজার নামক এলাকায় অভিযান পরিচালিত করে। গোপন সংবাদ দাতার তথ্যের ভিত্তিতে সিলেট হতে ঢাকাগামী কাভার্ড ভ্যানে অভিযান পরিচালনা করে ৬,৩১,৭৩,৬০০/- (ছয় কোটি একত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত) টাকা মূল্যের ০১টি কাভার্ড ভ্যানসহ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে- ১৪,২০৮ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

এছাড়াও, গত ০৮ আগস্ট ২০২৪ তারিখে ২,৩৯,৬৩,০০০/- (দুই কোটি ঊনচল্লিশ লক্ষ তেষট্টি হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিকস্ সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম, গত ২০ আগস্ট ২০২৪ তারিখে ২,০৪,৯২,০০০/- (দুই কোটি চার লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস সামগ্রী এবং গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ২,২৫,০৭,৮৫০/- (দুই কোটি পঁচিশ লক্ষ সাত হাজার আটশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী ও ক্রিম সরাইল ব্যাটালিয়ন কতৃর্ক আটক করতে সক্ষম হয়।

ইতোপূর্বেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চুপা চুপস সফট ক্যান্ডি, ক্লপ-জি ক্রিম, Patron Nano White Cigarette, শাড়ী, থ্রি-পিস, কসমেটিকস সামগ্রী, ভারতীয় চিনি এবং খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান দমনে উল্লেখ্যযোগ্য অবদান রেখে চলেছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।