
বিজয়নগরে গাঁজা সহ দুই নারী আটক
মো. কেফাইতুল ভুঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিংগারবিল – চান্দুরা প্রধান সরকের চম্পকনগর গেরাগাঁও থেকে ৮ কেজি গাঁজা সহ দুই নারীকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
২১ নভেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এর নির্দেশে চলা মাদক বিরোধী অভিযানে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলীর দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র) ফারুক আহমেদ, এ এস আই(নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন, এ এস আই মো. হানিফ সঙ্গীয় ফোর্স সিঙ্গারবিল – চান্দুরা প্রদান সড়কের চম্পকনগর ইউনিয়নের গেরাগাঁও এলাকায় চেকপোস্টে ডিউটি কালে ৮ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে আটক করে।
আটকৃত হলেন সাবিনা আক্তার (৩০) পিতা, হাবিবুর রহমান সাং, বারুইপাড়া, থানা আলফাডাঙ্গা জেলা ফরিদপুর। সোফিয়া খাতুন (৫০), পিতা-মৃত আকবর আলী, সাং, চিড়িয়াখানা রোড মিরপুর ১, থানা মিরপুর ঢাকা।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াদিন আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।