
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান খান এবং এসআই নাফিজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ৫নং হরষপুর ইউনিয়নের হরষপুর দক্ষিণপাড়ায় আসামি মোঃ এমদাদুল হক মিয়ার বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আসামি মোঃ এমদাদুল হক মিয়া (৩৮) এবং মোঃ সুজন মিয়া (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করে।
উক্ত ঘটনায় পলাতক আসামি, ১.মোঃ এমদাদুল হক মিয়া (৩৮), পিতা: মৃত ছাবু মিয়া, মাতা: আবুনী বেগম।
২. মোঃ সুজন মিয়া (২৫), পিতা: মৃত জমির আলী।
উভয়ই হরষপুর দক্ষিণপাড়া, ৫নং ওয়ার্ডের বাসিন্দা। থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ ডিসেম্বর ২০২৪; এবং জিআর নং-৪৪৫।
পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।