
-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ১০নং পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম সেজামুড়া এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মনিরুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন, এএসআই শামছুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় পশ্চিম সেজামুড়ার বাসিন্দা আজাদ (৪৪) পিতা: মৃত জলাল উদ্দিন,মাতা: ছালেহা বেগম,সাং- পশ্চিম সেজামুড়া (জালাল উদ্দিন বাড়ি), ইউপি-১০নং পাহাড়পুর) ,থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ বোতল স্কফ সিরাপ ফেলে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে এবং আলামত হিসেবে জব্দ তালিকা মূলে প্রক্রিয়া সম্পন্ন করে। পালিয়ে যাওয়া আসামি আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) সারণির ১৪(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-১৭, তারিখ- ১০ ডিসেম্বর, এবং জিআর নং-৪৪৬।
পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।