আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকদের অবগতির ও সহযোগিতার জন্য জানান যাচ্ছে যে, বর্তমানে বিভিন্ন এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে যাওয়ায় বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে থাকার জন্য এবং নিম্নের কতিপয় বিষয় গুরুত্বপূর্ণ ভাবে দেখার জন্য অনুরোধ করা হলো
১) কোন ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক নিকটবর্তী অফিসে তথ্য দিন।
২) বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোন বস্তু দৃষ্টিগোচড় হলে অফিসে জানান। (বিদ্যুৎ বিলের কাগজ এর পিছনে সব অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বার দেয়া আছে)।
৩) ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোন সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দিবেননা।
৪) মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দিবেননা। কোন কভার তারে কাপড় শুকাতে দিবেননা।
৫) প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীগন সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।
পরম করুণাময় আমাদেরকে সকল দুর্যোগ মোকাবেলা করার ধৈর্য শক্তি দান করুন। আমিন।
কর্তৃপক্ষ
এজিএম বিজয়নগর সাব জোনাল অফিস
ব্রাহ্মণবাড়িয়া পবিস